Sunday, 20 February 2022

মজিলপুর ব্রম্ভময়ী কালি

জয়নগর ও মজিলপুর অনেক প্রচীন শহর। এই অঞ্চলের প্রাচীন স্থাপত্য হিসেবে এখানে আছে আছে অনেক মন্দির। কিছু মন্দির প্রমান করে এখানে তন্দ্র সাধানাও চলতো। কথিত আছে চৈতন্য দেব সন্ন্যাস নেওয়ার পর শচী মা গঙ্গাকে অভিশাপ দেন, তার ফলে গঙ্গা শুকিয়ে যেতে শুরু করে। এবং এই মজে যাওয়া গঙ্গা থেকেই মজিল পুরো।বহুরু থেকে জয় নগর অঞ্চলে বৈষ্ণব প্রভাব থাকলেও এখানে মা উপাসনা ও চলে। মজিলপুরে শুধু ধনতান্তরী কালি নয়। এখানকার ব্রম্ভময়ী তাঁরা মা তেমনই এই মন্দির তাঁর প্রতিষ্ঠার পিছনে আসে আছে ত্রান্ত্রিক সাধানা র ইতিহাস। এই মায়ের সম্পূর্ণ মূর্তিটি  একটি মাত্র গুঁড়ি কেটে তৈরি । তবে আরো আকর্ষণীয় মায়ের রূপ।
মজিলপুর শ্মাশনে তন্ত্রক্রীয়া করতে এসেছিলেন, কালিশঙ্কর ব্রম্ভচারী। তিনি পঞ্চমুন্ডি আসনে সাধনা সিদ্ধ হয়ে এই মায়ের মন্দির টি প্রতিষ্ঠা করেন। অনেক লোককথা প্রচলিত আছে এই মন্দির ঘিরে।কবে প্রতিষ্ঠিত এ মন্দির তা নিয়ে সঠিক কিছু জানা না গেলেও অনুমান সাড়ে তিন শ বছর পুরোনো এই মায়ের পূজা। কালি পূজা ছাড়া অন্নপূর্ণা পূজাতে বিশেষ রূপে দেখা যায় মাকে।
তিন video link দেওয়া হলো দেখতে পাবেন মিথ গল্পগুলো।
https://fb.watch/bgaFTxgfAk/

https://fb.watch/bgaIH83k-4/

https://fb.watch/bgaLmq895D/

No comments:

Post a Comment