আমি মহরম চাই না , রামনবমী চাই না... চাই না কেউ তরয়াল নিয়ে শক্তি প্রদর্শন করুক...চাই সুস্থ ভাবে ডাল ভাতে বেঁচে থেকতে_____
আপনি কি আমার মত একটু কম হিন্দু?
আপনি কি একটু কম মুসলমান?
কোথায় আমাদের কমতি যে আমাদের নতুন করে হিন্দুয়ানী বা মুসলমানি শেখানোর ধুম পড়েছে!
আমাদের এই বাংলায় আমরা খুব ভালো করেই জানি কোন পুজো কখন করতে হয়, কোন ব্রত কীভাবে পালন করতে হয়। আজান কী করে দিতে হয়, নমাজ কী করে পড়তে হয়। কোথা থেকে কতগুলো অ-চেনা মোড়ল এসে জুটলো।
গোঁফ-দাড়ি-কামানো যে হান্নান কাকুর কাছে থেকে ছোটবেলা থেকে সবজি কিনি বাজারে, কোন ফেরেশতার প্রভাবে সে গত বছর কয়েকে আধ হাত লম্বা দাড়ি গজিয়ে ফেললো আর মাথায় পরলো ফেজ!
আমাদের বাংলা তো চৈতন্যের বাংলা, আমাদের বাংলা লালন ফকিরের বাংলা, আমাদের বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। আমরা জোর গলায় বলতে চাই বাঙালি হিন্দু কারোর চেয়ে কম হিন্দু নয়, বাঙালি মুসলমান কারোর থেকে কম মুসলমান নয়, নাস্তিকতা বাঙালির ঐতিহ্য আর প্রগতিশীলতা বাঙালির সংস্কৃতি। বাঙালিকে নেতৃত্ব দিতে দিদি বা দাদার ধর্মকে ব্যবহার না করে।
বাঙলার সংস্কৃতিক-ঐতিহ্য, বাংলার সম্মান ও ঐক্যকে রক্ষা করতে হবে আমাদের । তাই বছর শুরু হোক বাংলা ও বাঙালির জয়গানে।
এ জয় গান করতে গিয়ে ধর্মতলায় দাঁড়িয়ে গো মাংস খেতে হবেনা... শুধুমাত্র চেতনাকে একটু জাগ্রত করতে হবে....
(এক মত হলে please forward _ Manab Mondal )
No comments:
Post a Comment